দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কা মনোনীত সিরাজগঞ্জের ৫টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির বিন আনোয়ার অপু।

রবিবার (৩ ডিসেম্বর) রাত ১০ টায় পৌর শহরের যমুনা বিলাস রেষ্ট হাউজে ২০২৪ সালের দ্বাদশ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার নৌকা মার্কা প্রার্থীদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নৌকা মার্কা প্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আাসনের নৌকা মার্কা প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে নৌকা মার্কা প্রার্থী ডা: আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নৌকা মার্কা প্রার্থী চয়ন ইসলাম, আঞ্জুমান মফিদুল ইসলামের সভাপতি তৌফিকা আহমেদ প্রমুখ।

এসময় সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার অপু বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ কে নেতৃত্ব দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু’র আদর্শকে বুকে লালন করছেন তার রক্তের উত্তরসূরী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে নৌকা মার্কা প্রার্থীদের কে নেতাকর্মীদের নিয়ে একসাথে কাজ করতে হবে।