সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর বড়বাড়িয়া গ্রামে ছাগলে ঘাস খাওয়া মামলার প্রধান আসামী ও তাসলিমা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন খান কারাগারে। সোমবার সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে স্বেচ্ছায় হাজিরা দিলে বিচারক নাহিদ শরিফ জামিন না মঞ্জুর করে আসামী শিক্ষক মো. শাহাদত হোসেন খানকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

মামলা সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর বড়বাড়িয়া গ্রামে ছাগলে ঘাস খাওয়া নিয়ে বিরোধের জের ধরে গত ১সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা সাড়ে ৬টার সময় ঐ গ্রামের মৃত মহির উদ্দিন খানের ছেলে স্কুল শিক্ষক মো. শাহাদত হোসেন খানের নেতৃত্বে মো. টিপু হোসেন খান ও তার সহধর্মিনী মনোয়ারা খাতুন মনো, মো. পিয়ার হোসেনর ছেলে মো. ফুয়াদ হোসেন, মৃত আব্দুর রাজ্জাক খানের ছেলে মো. রেজা হোসেন খান, মৃত জহুরুল ইসলাম খানের ছেলে মো. মাসুদ খান বাদীর বাড়ির রাস্তায় পথ রোধকরে বাদীর ভাতিজা মো. মমিন হোসেনর পুত্র মো. তাওহীদ ইসলাম, মো. মমিন হোসেন, মো. সাইফুল ইসলাম বাবু, মো. রফিকুল ইসলাম ও আবুল হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্রদ্বারা বেধরক মারপিট করতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে মো. তাওহীদ ইসলামের মাথায় আঘাত করে। এই ঘটনায় ডুমুরবাড়িয়া গ্রামের মৃত মংলা শেখের পুত্র ৬জনকে বিবাদী করে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে একটি মামলা করে যার জিআর নং-৭২৭। উল্লেখ্য এই শিক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জ উপজেলার ব্রক্ষ্মবাড়িয়া বজলার রহমানের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম বাদী হয়ে ৩০২/৩৪ দঃবি ধারায় একটি মামলা দায়ের করেছে যার পিটিশন নং-২০০/২০২৩। মামলাটি চলমান রয়েছে।