সিরাজগঞ্জের ছোনগাছায় নারী চোর দিয়ে গরু চুরির সময় তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার (৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর বালিঘুগরী এলাকায় এ ঘটনা ঘটে। আটক চোর চক্রের সদস্যরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার নলিচাপাড়া এলাকার সাইদুলের স্ত্রী সীমা বেগম (৩৫), একই এলাকার মৃত রুবেলের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং মিরপুর রেলওয়ে কলোনী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রাব্বি (২৩)।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, বিকেলে সীমা বেগম নামে এক নারী চোরকে দিয়ে মাঠ থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় ওই নারীসহ আরও দুইজনকে আটক করে স্থানীয়রা। পরে তারা ৯৯৯- এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে।
আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। চুরি করা গরুটিও থানা হেফাজতে রয়েছে বলেও উল্লেখ করেন পুলিশ কর্মকর্তা।