এনজিও সংস্থা আশা’র উদ্যোগে সিরাজগঞ্জে দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমানের হাতে ৪৫০টি কম্বল হস্তান্তর করে। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমানের হাতে কম্বলগুলো হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, আশা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশা’র সিরাজগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র রিজিওন্যাল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র আরএম (এগ্রি) মোঃ আব্দুল খালেক, এমএসএমই ম্যানেজার মোঃ আনিছুর রহমান, সিরাজগঞ্জ সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বিল্লাল হোসাইন প্রমুখ।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমান স্বাগত জানান এবং আশা’র এ ধরনের সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন।