আত্ম মানবতার সংগঠন সিরাজগঞ্জ আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার আয়োজনে অসহায় ও গরীব ব্যক্তিকে অটোরিকশা প্রদান করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে পুরাতন জেলখানাঘাট সংলগ্ন থেকে আনজুমান মফিদুল ইসলামের সভাপতি তৌফিকা আহমেদ সভাপতিত্বে অটোরিক্সা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব, ইসাবেলা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও আন্জুমান মফিদুল ইসলাম এর সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা কবির বিন আনোয়ার অপু। এসময় আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আঞ্জুমান মফিদুল ইসলামের অন্যান্য সম্মানিত সদস্য।
এসময় প্রধান অতিথি জনাব কবির বিন আনোয়ার অপু বলেন, আত্ম মানবতার সংগঠন সিরাজগঞ্জ জেলা শাখা আঞ্জুমান মফিদুলের পক্ষ থেকে অসহায় ও গরিব ব্যক্তিদের মাঝে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। তিনি আরোও জানান আজকে যাদের অটো রিকশা বিতরণ করলাম ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।