বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ও ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শতাধিক সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের মুজিব সড়ক এলাকায় রেনেসাঁ ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদারের পুত্র ফিরোজ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শামীম তালুকদার লাবু ও জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর এলাকায় ১৫টি ওয়ার্ডের শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।