যেকোনো দল বা ব্যক্তি নির্বাচন বর্জন করতে পারে, তবে নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১৯ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, একটি দল নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়েছে। নির্বাচন বর্জন যে কেউ করতে পারে। কিন্তু প্রতিহত করার অধিকার কারো নেই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে প্রতিহত করার ঘোষণার মাধ্যমে তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ঘোষণা দিয়েছে। তারাই ঘোষণা দিয়ে সারাদেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকবে। দেশের মানুষ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।’ জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আদালতের আগের রায়টি উচ্চ আদালত বহাল রেখেছেন। এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’
নিজ মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত তিনবার আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আমার ওপর আস্থা রেখেছেন। আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে। এবার দল আমাকে মনোনয়ন দিলে আমি জনগণের জন্য আবারও কাজের সুযোগ পাব।’
হাছান মাহমুদ বলেন, ‘আমি সারা বছরই আমার নির্বাচনী এলাকায় যাই, সব মানুষের পাশে থেকেছি। সারা বছর এত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততার মধ্যে থেকেও আমি নির্বাচনী এলাকায় প্রতি সপ্তাহে গিয়েছি। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর সব মানুষের জন্য কাজ করেছি। দলের ঊর্ধ্বে উঠে, দলমত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে কাজ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আশা করি দল মত নির্বিশেষে সবাই আমাকে নির্বাচিত করবে।’
নির্বাচন বর্জন করতে পারে, প্রতিহতের অধিকার কারও নেই: তথ্যমন্ত্রী
Related Posts
আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জ-৫ আসনে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে নোটিশ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল এমপি এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল…
হামলার আহত সাবেক মেয়র নিজামের খোঁজ খবর নিতে তাঁর বাড়িতে আ.লীগের নেতৃবৃন্দ
দলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন ও তাঁর পরিবারের সকল বিষয় খোঁজ খবর নিতে তার বাড়ী পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা…