সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। শহরের গন্ডি পেরিয়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। হাসপাতালেগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে ‘সময় থাকতেই ডেঙ্গু ঠেকাই, সবাই মিলে জীবন বাঁচাই’ এ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে ঢাকার নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

রবিবার সকালে বিদ্যালয়ের পাশাপাশি আশেপাশের বাড়িতে বাড়িতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। এসময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য প্লাকার্ড হাতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। ডেঙ্গু প্রতিরোধে এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজেরে অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সবাই সচেতন হলেই ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব। শিক্ষার্থীদের পাশাপাশি যেন তাদের পরিবারও সচেতন হয় সে লক্ষ্যেই শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালন করেছি।