ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও কোন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলার প্রধান ও  মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গোলজার মেম্বার কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগরের সূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আগে দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন তিনি।

গত ২০১৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিন কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিকুল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে খুন করা হয়।

হত্যাকারীরা তাকে হাত-পা বেঁধে হত্যা করে লাশ নিশ্চিহ্ন করার লক্ষ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের পর নিহত আতিকুল্লাহ চৌধুরীর ছেলে মোহাম্মদ সাইদুর রহমান ফারুক চৌধুরী (কোন্ডা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান) অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করলে গুলজারসহ ৭ জনকে মৃত্যুদন্ড দেয় আদালত।

এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিক এখনো পলাতক রয়েছে।তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান।