দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে সিরাজগঞ্জের কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েছে। বৃষ্টিতে ভিজেই শ্রমজীবী মানুষরা তাদের নিত্যদিনের কাজকর্ম সাড়ছে। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সারা দিনে একবারের জন্যও সূর্যের দেখা মেলেনি। তার ওপর সকাল থেকেই চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

বৃষ্টির কারণে ফুটপাতের দোকানিরা পড়েছেন বিপাকে। শহরে লোকসংখ্যাও কম থাকায় বিপণিবিতানগুলোতে নেই ক্রেতাদের ভিড়। রিকশা-ভ্যানচালকরা পর্যাপ্ত ভাড়া না পেয়ে বিপাকে পড়েছেন। তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মিগজাউম পরবর্তী প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর স্বাভাবিক হতে পারে।