আমার যেকয়জন ঘনিষ্ঠ বন্ধু রয়েছে লিটন ভাই প্রথম কাতারের একজন। অনেক বন্ধুর মধ্যে তুই তুকারি সম্পর্ক থাকলেও আমাদের দু’জনের মধ্যে আপনি সম্মন্ধ আজ পর্যন্ত বলবৎ রয়েছে। দীর্ঘদিন যাবৎ আমরা দু’জন ‘হরিহব আত্মা’ একসাথে বসে কয়েক ঘণ্টা আড্ডা দিয়ে থাকি। লিটন ভাই অসাধারণ একজন মেধাবী মানুষ। তার রয়েছে বহুমুখী প্রতিভা। তার কণ্ঠ খুবই সুন্দর কিশোর কুমার, মান্না দে’র গান খুব সুন্দর করে গাইতে পারে। এক সময় গুরুসম্প্রাট আজম খানের সঙ্গে মঞ্চে গান গেয়েছেন। কিন্তু একনিষ্ঠভাবে ধরে না থাকায় কণ্ঠশিল্পী হিসেবে যে পরিচিতি পাওয়ার কথা তা তিনি পায়নি।
ফজল-এ-খোদা লিটন ইত্তেফাকে দীর্ঘ ১৫ বছর সাংবাদিকতা করাকালীন অসাধারণ সব ফিচার লিখে পাঠকদের অভিভূত করেছেন। তার লেখনি শক্তি অনেক প্রবীণ সাংবাদিকদের চেয়ে কম নয়। তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক থাকাকালীন সিরাজগঞ্জের সাংবাদিকদের পাশে থেকে কাজ করতে দেখেছি। তিনি এখনও সাংবাদিকদের লেখনি শক্তি আরও বাড়ানোর জন্য তাদের ঢাকার পিআইডি থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে। অনেক মানুষকে দেখেছি সবসময় মানুষের সমালোচনা, মন্দ দিকগুলো তুলে ধরতে। কিন্তু আমার এই বন্ধু একেবারে ব্যতিক্রম। কারো সমালোচনা একেবারেই পছন্দ করেন না এটা তার অনেক বড় গুণ। শত চেষ্টা করেও কোনো ব্যক্তির বিরুদ্ধে বলানো যাবে না। যদি আমরা কয়েকজন বসে জনৈক ব্যক্তি সম্পর্কে সমালোচনা করছি। তখনই তিনি সে আসর থেকে উঠে যাবেন ধুমপান করার জন্য অথবা জরুরি কাজ আছে এই কথা বলে। তার একটাই কথা কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবো না কখনো। এটা বর্তমান সময়ে অনেকে চেষ্টা করেও পারে না। উপকারী মানুষ সমাজে খুব কম। ক্ষতি করার মানুষের অভাব নেই। আমি এই বন্ধুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

লেখক: ইতিহাস গবেষক, সম্পাদক দৈনিক আজকের জনবাণী ও দৈনিক কলম সৈনিক। মোবাইল: ০১৭১২-২৭১১২০।