বিশ্বকাপ ফাইনালের মাঠে ঢুকে পড়লেন দর্শক। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি কয়েক মিনিট বন্ধও থাকলো এমন ঘটনায়।

খেলার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তবে আজ (রোববার) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে দর্শক ঢুকে পড়েছিলেন, তার উদ্দেশ্য শুধু পছন্দের খেলোয়াড়কে স্পর্শ করা নয়, বরং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানানো টি-শার্ট ছিল তার গায়ে।

টি-শার্টের পেছনের দিকে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত করো)। সামনের দিকে লেখা ছিল-স্টপ বম্বিং প্যালেস্টাইন (ফিলিস্তিনে বোমা ফেলা বন্ধ করো)। তার মুখে পড়া মাস্কে ছিল ফিলিস্তিনের পতাকা। ওই সমর্থক ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।

গত ৭ অক্টোবর স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ চালায়। এরপর থেকে গাজায় নজিরবিহীন বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। তাদের বোমা হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল, শিক্ষা-প্রতিষ্ঠানও।