সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গে কারিগরি শিক্ষাবিস্তারে অসামান্য অবদান রাখায় ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এ্যাওয়ার্ড-২০২৩’ এ ভূষিত হয়েছেন অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম ও তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।

শনিবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে বিকেলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলামসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের এই সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু নঈম শেখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কী নোট স্পীকার ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ,এস,এ)’র অধ্যাপক প্রফেসর নেছার ইউ আহমেদ, বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননাপ্রাপ্ত নাট্যশিল্পী ডলি জহুর, প্রফেসর ড. একেএম শাহনেওয়াজ প্রমুখ।

এর আগে গত ৭ নভেম্বর ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস, ল্যাংগুয়েজ এন্ড ডেভেলমেন্ট রিসোর্স সেন্টারের উদ্যোগে দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এ্যাওয়ার্ড কমিটি অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম ও তার প্রতিষ্ঠিত কলেজটিকে এই এ্যাওয়ার্ডে নির্বাচিত করেন।

প্রসঙ্গত, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম শিক্ষাজীবন সমাপ্ত করে সিরাজগঞ্জে কারিগরি শিক্ষার মান্নোনয়নে ভূমিকা রাখতেই ২০০২ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে ছাতিয়ানতলী এলাকার সমাজপতিদের সমন্বয়ে ‘ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ’টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই তিনি কারিগরি শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকাস্বরূপ ২০১৯ সালে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড, ২০২২ সালে বাংলাদেশ নেপাল ফেন্ডশিপ এ্যাওয়ার্ডসহ বিভিন্ন এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এর আগে ২০১৬ সালে অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম রাজশাহী বিভাগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।