সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালুবাহী দুই নৌকার সংঘর্ষে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জোতপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিক মো. আকুব্বর (৫৫) কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ ইউনিয়নের মৃত কাছেদ আলীর ছেলে। এ ঘটনায় নদী সাঁতরে তীরে ওঠেন ৭থ৮ শ্রমিক।
এলাকাবাসী ও নৌকার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়া এলাকা থেকে বালুবাহী দুটি নৌকা যমুনা নদী দিয়ে জোতপাড়া ঘাটে যাচ্ছিল। দুপুর দুইটার দিকে চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি নৌকার সঙ্গে ধাক্কায় উল্টে যায়। আর উল্টে যাওয়া নৌকার সঙ্গে পেছনের নৌকার সংঘর্ষ হয়। সংঘর্ষে মাঝিসহ ২ নৌকার ৭ থেকে ৮ শ্রমিক পানিতে পড়ে যান এবং নৌকা ২টি স্রোতে ভেসে যায়। পরে নদী সাঁতরে মাঝিসহ ৭ শ্রমিক তীরে উঠে এলেও আক্কুবর নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছে। এদিকে নিখোঁজের সংবাদ শুনে নদীপারে শত মানুষের ভিড়। আর ঘটনাস্থলে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামচুল ইসলাম ও চৌহালী থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ খোঁজখবর নেয়।