২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিট নিশ্চিতে আজ মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। লাতিন আমেরিকার এ দুই দেশের লড়াই মানেই যে উত্তাপ-উত্তেজনা তার প্রমাণ মিলেছে আরও একবার। খেলা শুরুর আগেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা গ্যালারিতে দাঙ্গায় জড়ান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্জেন্টাইন সমর্থকদের উপর লাঠিচার্জ করে ব্রাজিলিয়ান পুলিশ। শেষ পর্যন্ত আধ ঘণ্টা দেরিতে মাঠে গড়ায় ম্যাচ যেখানে ১-০ গোলে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ জানিয়েছেন লিওনেল মেসি।

মারাকানায় আজ ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। সবশেষ দুই ম্যাচে হারা সেলেসাওদের জন্য আজ জয়ই ছিল একমাত্র কাম্য। তবে শেষ পর্যন্ত আরও এক পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে নেইমার জুনিয়র-ভিনিসিয়ুস জুনিয়র বিহীন ব্রাজিল। ৬৩ মিনিটে নিকোলাস ওতামেন্দীর দেয়া একমাত্র গোলেই স্বাগতিকদের হারিয়েছে আলবিসেলেস্তেরা।

এদিকে খেলা শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আজকের লড়াইয়ে। জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টাইন সমর্থকদের উপর চেয়ার ছুঁড়ে মারেন ব্রাজিলিয়ান সমর্থকরা। এক পর্যায়ে তা দাঙ্গায় রূপ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রাজিলিয়ান পুলিশ আলবিসেলেস্তে ভক্তদের উপর লাঠিচার্জ শুরু করে। এ সময় নিজ দেশের সমর্থকদের বাঁচাতে ঝাপিয়ে পড়েন মেসি, এমিলিয়ানো মার্টিনেজরা। এক পর্যায়ে মাঠ ছেড়ে সতীর্থদের নিয়ে সাজঘরে ফিরে যান আলবিসেলেস্তে অধিনায়ক।

Fan-fight-1040x572_20231122_075811279

এদিকে দুই দলের আজকের ম্যাচেও ছিল উত্তাপ। ব্রাজিল ফুটবলারদের দ্বারা ১৬ বার ফাউলের স্বীকার হয়েছেন মেসিরা। শেষ দিকে সেলেসাও তারকা জোয়েলিনটনকে লাল কার্ড দেখান রেফারি। এদিকে ১-০ গোলের জয়ের পর স্বার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মেসি।

তিনি বলেন, ‘আমরা দেখেছি পুলিশ কীভাবে সমর্থকদের উপর চড়াও হয়েছিল। সেখানে আমাদের পরিবারের সদস্যরাও ছিল। কোপা লিবার্তাদোরেসের সময়ও একই কান্ড ঘটিয়েছিল তারা।’

আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘খেলার চেয়ে মাঠের বাইরে সংঘাতের দিকেই ওদের মনোযোগ বেশি। কিন্তু আমরা একটি পরিবার। তাই পরিস্থিতি শান্ত করতেই আমরা মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে ম্যাচ শেষে আরেক আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল বলেন, ‘আমরা বিশ্বের সবথেকে ভালো দল। আমরা মাঠের খেলায় জবাব দেই।’