সিরাজগঞ্জের কামারখন্দে গভীর রাতে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত পোনে ১২টায় উপজেলার রায়দৌলতপুর গ্রামের দক্ষিণ পাড়ার ৪ নম্বর রায়দৌলতপুর ইউনিয়নে লুৎফর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি এ ইউপির সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি।

এ বিষয়ে লুৎফর রহমানের মোবাইল ফোন বন্ধ পেয়ে তার স্ত্রী আনোয়ারা বেগমের (৬৫) সঙ্গে যোগাযোগ করা হয়। এ বিষয়ে তিনি বলেন, গতরাতে আমার স্বামী এবং ছেলেরা বাসায় ছিলেন না। আমরা ঘুমিয়ে ছিলাম। রাত পৌনে ১২টায় কে বা কারা রাস্তার পাশে দোতলা বাড়ির নিচতলায় গ্রিলের ভেতর দিয়ে ককটেল মেরে চলে যায়। এতে বিকট শব্দে আমাদের ঘুম ভাঙলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এরপর পাশের বাড়ির লোকজন উঠে আসে।
এ ঘটনা নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, এখানে কে বা কারা ভারী পটকা ফুটিয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।