সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জননন্দিত ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না।
রোববার (১৯ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম স্বেচ্ছায় স্বীয়পদ থেকে পদত্যাগ করায় উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ (৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান পান্নাকে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করে এ দায়িত্ব অর্পন করা হয়।
এ প্রসঙ্গে উল্লাপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি কৃতজ্ঞ স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের কাছে। তাঁর স্নেহছায়ায় ও সার্বিক সহযোগিতায় গত সাড়ে ৪ বছরে উল্লাপাড়া উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে বদলে গেছে উল্লাপাড়া উপজেলারচিত্র। আশা করি এধারা অব্যাহত থাকবে ইনশল্লাহ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তার এ অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ড যেন উল্লাপাড়া উপজেলায় সঠিকভাবে হয় এজন্য তিনি স্থানীয় সরকার (ইউপি) চেয়ারম্যানসহ সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।