দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সাধারণ সম্পাদক নারীনেত্রী সমাজসেবী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
শনিবার (১৮ নভেম্বর ২০২৩) দুপুওে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি।
এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য মিজানুর রহমান দুদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, জিহাদ আল ইসলাম, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক টিএম মাইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, জেলা আওয়ামী মহিলালীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রোকেয়া খাতুন, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক আফরিন মায়া, কামারখন্দ উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডঃ মোঃ নাসিম সরকার, সহ-প্রচার সম্পাদক আব্দুস ছালাম শেখ, সদস্য সুশীল কুমার সাহা, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম, বন পরিবেশ সম্পাদক ছানোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগ সদস্য সচিব হাফিজুর রহমান, কৃষকলীগের যুগ্ন- আহবায়ক হাবিব খান, ঝাঐল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ মাহফুজুর রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনসেখ, জামতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল হাসান আমিনুল, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, ১নং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি.এম. মোস্তফা জয়, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের সভাপতি মহসীন আলম, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সি, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আফছার আলী, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ৯নং ওয়ার্ডের ঠান্ডু, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ১০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শামীম হোসেন, ১১নং ওয়ার্ডের শামসুল আলম বাবলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ১২নং ওয়ার্ডের সভাপতি আদনান মুক্তা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ১৩নং ওয়ার্ডের সভাপতি বাবলু সাধারণ সম্পাদক হীরা, ১৪নং ওয়ার্ডের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মোতাহার হোসেন যুবপরিষদের সভাপতি মোঃ মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল হোসেন সন্টু, সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনার রশিদ, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় আঃলী গনেতা জুড়ান আলী আকন্দ, নান্নু, ২নং ওয়ার্ডের মুকুল সরকার, তারা মিয়া, ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম, আঃলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়নের অন্যান্য আওয়ামীলীগের নেতাকর্মীরা শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরমান আলী, ২নং ওয়ার্ডের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক হারেজ আলী ৩নং ওয়ার্ডের সভাপতি আলম শেখ সাধারণ সম্পাদক মোন্নাফ খন্দকার, ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক স্বপন আলী, ৫নং ওয়ার্ডের সভাপতি শাহজাহান আলী, যুবলীগনেতা ফরিদ আহমেদ, বিপ্লব হোসেন, ছাত্রলীগনেতা সাগর আহমেদ, আশিফ ইকবাল আলহাজ্ব, সিরাজগঞ্জ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোস্তফা, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার খলিলুর রহমান খলিল, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগনেতা মোঃ শফিকুল ইসলাম শফি, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সজল, ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম. শরিফুল ইসলামসহ সদর ও কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের ও তার বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২০২৪, সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪, রবিবার।