সিরাজগঞ্জ শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির বরাদ্দকৃত ৬০ কেজির ৭ বস্তা চাউল উদ্ধার হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে এলাকাবাসী উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরি ঠুটিয়া কলেজের সামনে ৭ বস্তা চাউল পরিত্যক্ত অবস্থায় দেখতে পেরে উপজেলা প্রশাসনকে খবর দিলে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন গ্রাম পুলিশ পাঠিয়ে ৭ বস্তা চাউল হেফাজতে নেন।
এব্যাপরে কৈজুরী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন ৬০ কেজির ৭ বস্তা চাউল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চাউল ৩নং ইউপি সদস্য বাচ্চু বেপারী হেফাজতে আছে।
অপরদিকে, সঠিকভাবে উপকারভোগী বাছাই না করায় এবং গরীবের চাউল কালোবাজারীদের বিচারের আওতায় আনা হয় না বলেই তারা বারবার অত্র ইউনিয়নের দুস্থদের চাউল কালো বাজারে বিক্রির সাহস পায় বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, চাউলগুলো ভিডব্লিউবি (ভিজিডি) না কি ন্যায্য মূল্যের তা সঠিক ভাবে জানা যায়নি। তবে এব্যপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকে তদন্ত করে দেখতে বলা হয়েছে এবং মহিলাবিষয়ক কর্মকর্তাকেও বিষয়টি দেখতে বলা হবে। বারংবার দুস্থদের চাউল কালোবাজারে বিক্রয় ঠেকাতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।