ঢাকার নবাবগঞ্জ উপজেলায় লিবে ফাউন্ডেশনের উদ্যোগে তাল গাছের চারা রোপণ ও জার্সি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা এলাকার কবরস্থান, মাদ্রাসা ও রাস্তার পাশে তাল গাছের চারা রোপণ করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বিষমপুর গোল্ডেন ক্লাবকে এক সেট জাসি দেওয়া হয়।

জানা যায়, ২০২১ সালে যাত্রা শুরু করে লিবে ফাউন্ডেশনের। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান সংগঠনের স্বেচ্চাসেবী ও অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের সাবেক অধ্যক শামসুল ইসলাম খান, সোনাতলা বাজার মসজিদের সভাপতি সিরাজুল ইসলাম খান, সোনাতলা মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি সিদ্দিক খান, সোনাতলা বাজার কমিটির সভাপতি মোশারফ হোসন তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, ইউপি সদস্য নুরুল ইসলাম, সোনাতলা আদর্শ যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ খান রিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ক্রীড়া সম্পাদক সোয়াইব আহমেদ শোভন, কোষাধ্যক্ষ তামিম খান, সহ-কোষাধ্যক্ষ আব্দুর রহমান মুসা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আনছের মাদবর, আলাউদ্দিন খান, সাইদুর রহমান সহ অনেকে।