ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে প্রশাসন অভিযান চালিয়ে জয় রোজারিও(৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। রোববার উপজেলা বান্দুরা সড়কের বান্দুরা বাস-স্ট্যান্ড এলাকায় থেকে আটক করা হয়। আটককৃত জয় রোজারিও নয়নশ্রী ইউনিয়নের দেওতলা এলাকার সুনিল রোজারিওর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত জয় রোজারীও বান্দুরা বাজার সংলগ্ন সড়কে বিভিন্ন পরিবহন থামিয়ে যানজটের সৃষ্টি করে এবং বিভিন্ন পরিবহন থেকে অনৈতিকভাবে চাঁদা আদায় করে। কেউ চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে তাকে মারধর করতো বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে একজন সংবাদকর্মী অভিযুক্ত জয় রোজারিওকে প্রশ্ন করলে ওই সংবাদকর্মীকে তিনি নাজেহাল করেন।

নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আ. হালিম বলেন, পথচারী ও বিভিন্ন পরিবহন চালক ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জয়কে আটক করা হয়েছে। পরে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।