ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে কুতুবপুর নৌ-পুলিশ । সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুতুবপুর নৌ-পুলিশ শরীরে কাঁদামাখা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।
কুতুবপুর নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলার মৈনটঘাট এলাকা থেকে প্রায় ৫০০ গজ পশ্চিমে থেকে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে দোহার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।মামলা নং-২৫ তারিখ: ৪-৯-২০২৩ইং।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রেরন করা হয়েছে। সিআইডির, পিবিআই এর ক্রাইমসিন টিমকে খবর দিলে তারা লাশ সনাক্ত করার জন্য ডিএনএ, ভিসেরা, সংরক্ষণ করেছে। লাশের শরীরে পচন ধরায় আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, লাশ সনাক্তের জন্য সমগ্র বাংলাদেশ, সিডিএম এস সহ পুলিশের সকল ইউনিটে র্বাতা প্রদান করা হয়েছে এবং মামলাটির তদন্ত চলমান রয়েছে।
উক্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া গেলে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়িকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।