সিরাজগঞ্জের তাড়াশে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থ-সামাজি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ৫০টি বাড়ন্ত ষাড় বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে তাড়াশ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সুফলভোগীর হাতে বাড়ন্ত ষাড় বাছুর তুলে দেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা আংশিক) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রাণীসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক মো. আব্দুল হাই, সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. হাবিবুর রহমান, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়ালী-উল-ইসলাম জানান, এ প্রকল্পের মাধ্যমে ১০৭টি পরিবারের মাঝে ৭০ কেজি ওজনের প্রতিটি গরুর জন্য ভ্যাটসহ ৩৫ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। এর কার্যাদের্শ পেয়েছেন ঢাকার তুষার এন্টার প্রাইজ নামের সরবাহকারী প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে ১০৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাড় বাছুর বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ৫০টি গরু বিতরণ করা হয়েছে।
তাড়াশে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে ষাড় বাছুর বিতরণ করলেন এমপি ডাঃ আব্দুল আজিজ
Related Posts
সিরাজগঞ্জের এলজিইডি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) নূর হোসেন হাওলাদার সিরাজগঞ্জ অফিস পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি এলজিইডি’র সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে আসলে অতিরিক্ত প্রধান…
রায়গঞ্জ বন্ধু ক্লাবের কমিটি গঠন
সিরাজগঞ্জের রায়গঞ্জ বন্ধুক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ঢাকার পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের এডমিন অচিন্ত্য কুমার নাগ মিঠুকে সভাপতি ও শিহাব সিটির চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি আমিনুল ইসলাম শিহাবকে সাধারণ…