হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে শহিদুল ইসলাম কালু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আবুল বাশার মিঞা।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এতথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম কালু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এরানদহ গ্রামের শাহেদ আলী শেখের ছেলে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে র ্যাব-১২ মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় খবর আসে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে মাদকদ্রব্য কেনা বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র ্যাব-১২ সদস্যরা। এ সময় র ্যাবের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম কালু ও সুমন মীর নামে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে র ্যাব তাদের আটক করে। পরে শহিদুল ইসলাম কালুর শরীর তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন জব্দ করে। এঘটনায় র ্যাবের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত শহিদুল ইসলাম কালুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।