সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার পানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ানকে ফোনে ডেকে নিয়ে নির্দয়ভাবে পেটানো হয়েছে বলে জানান তার বোন নাসিমা খাতুন। শুক্রবার (১ ডিসেন্বর) মেয়রের নিজ বাড়ি পৌরসভার বেড়িপোটল এ এক সংবাদ সম্মেলনে এমনটি দাবী করেন তিনি। লিখিত বক্তব্যে নাসিমা খাতুন জানান, গত ২৯ নভেম্বর রাতে সাবেক মেয়র হাজি নিজাম উদ্দিনের বোন জামাই হবি মোবাইল ফোনে আমার ভাইকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন। বর্তমানে তিনি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ এই ঘটনায় উল্টো হাজি নিজাম উদ্দিন আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছেন।
মারপিটের বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, আমার ভাইকে এমনভাবে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে যে সারা শরীরের মাংস থেতলে গেছে। অনেক অনুরোধ করেও মারপিট থেকে রেহাই পাননি তিনি। মারপিট করার পরে আবার মিথ্যে মামলা দিয়ে হয়রানীর করা হচ্ছে বলেও তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন। সেই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার কামনা করেন তিনি। এসময় প্যানেল মেয়রের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।