এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারো শতভাগ পাশসহ সর্বচ্চ জিপিএ-৫ পেয়ে সিরাজগঞ্জ জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ।
এবছর এ কলেজ থেকে ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য ও ১৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলায় শীর্ষ স্থান অধিকার করেছে।
উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, তিনি দায়িত্বে থাকাকালীন এ বছর সহ গত সাত বার বিজ্ঞান কলেজ জেলায় প্রথম হয়েছে। বিজ্ঞান কলেজ উল্লাপাড়াকে শিক্ষা নগরী হিসেবে রুপান্তরিত করেছে। শুধু জেলা নয় বিজ্ঞান কলেজ রাজশাহী বিভাগের মধ্যে সেরা দশের মধ্যে প্রতিবছরই অবস্থান করে। সকলের প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।