এসএম মাসুদ রানা রবি

তুমি যেন আজ কত সুন্দর

তাই ধরা দিয়েছে আকাশের পাখি,

তোমার বেদনার সাথী হতে আজ

দুখানি চোখের জলে দুঃখ রেখেছি ঢাকি।

দাওনা বাড়িয়ে তোমার নরম হাত দুটি,

আমাদের বিকশিত প্রেমে তাঁরা উঠে ফুটি।

এতদিন পর মাতিয়া যখন উঠিয়াছে আমার প্রাণ,

মনটাকে আর করিয়া রাখিওনা ওমন করে পাষাণ।

চলনা ঘুরে আসি অজানা পথের ধারে,

যেথা তুমি আমি ছাড়া কে বা কারে চিনিতে পারে।

নীলাম্বরী শাড়ি পরে যাবে তুমি আমারে নিয়ে

দেখিতে ভোলার মনপুরায় নীল মেঘনার জল,

শ্রাবণ ফুরাবে, প্লাবন ফুরাবে, ফুরাবে পূর্ণিমা

ফুরাবেনা শুধু জাগিয়া উঠা আমাদের কোলাহল।

তোমাকে পাশে পাই যদি পূর্ণিমা রাতে

চাঁদেরে কে চায় বল,

ফুল আর অশ্রু দুটোই দিব

দেখিতে তোমার আঁখি ছলছল।

আকাশজুড়ে তাঁরার মিটি মিটি আলো,

এমনও ক্ষণে কে চায়েনা বল বাসিতে তোমারে ভালো

বাংলাদেশ জার্নাল/এসকে