ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে পালিত হয়।

ভাঙ্গাভিটা নবাবগঞ্জ উপজেলার প্রকৃতি কন্যা। কবির ভাষায় বলতে গেলে- ‘মাটির উপরে জলে বসতি জলের উপরে ঢেউ, তরঙ্গেও সাথে পবনের পিরিতি নগরের জানে না কেউ।’ চারিদিকে জলরাশি এর মাঝে অনিন্দ্য সুন্দর ও উর্বর ভূমি। বাঙ্গি চাষে দেশ জোড়া খ্যাতি আছে। এখানকার মানুষজনও খুব আন্তরিক ও সহজ সরল।

নবাবগঞ্জের দুর্গম ও প্রান্তিক এই গ্রামে মাদক, জুয়া, বাল্য-বিবাহসহ সকল প্রকার অপরাধ দমনে আয়োজন করা হয় ওপেন হাউজ ডে। পুলিশের সেবা ও পুলিশের নিকট প্রত্যাশা নিয়ে মন খুলে মতামত দেন স্থানীয় জনগণ, সুশীল সমাজ ও জন-প্রতিনিধিগণ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা দোহার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম, কৈলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।