‘মা ইলিশ রক্ষা করি, ইলিশ সমৃদ্ধ দেশ গড়ি’ – এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে জেলেদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। চলতি বছর আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে মা ইলিশসহ সব ধরণের মৎস্য ধরা বন্ধ থাকবে। ইতোমধ্যে উপজেলার ৮০০ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত চাউল বিতরণ শুরু হয়েছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম বিশ্বাস বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে জেলেদের নৌকা ও ট্রলার ঘাটে আটকে রাখতে হবে। যাতে তারা নদীতে ইলিশ মাছ ধরতে না নামতে পারে। প্রয়োজনে ঘাটগুলোতে পাহারার ব্যবস্থা করতে হবে। এই সময়ে সকল বরফ কল গুলো ও বন্ধ রাখতে হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করা গেলে এর সুফল আমাদের জেলেরাই ভোগ করবে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন- ঢাকা অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মির্জা তারেক বেগ, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা এবিএম মোস্তফা কামাল, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহুরুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাশার মুন্সি প্রমুখ।