ঢাকার দোহার উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দোহার থানা প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত অনুসঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, চলুন সকলে মিলে আসন্ন দুর্গাপূজাকে নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করি।

এসময় সকল পূজাম-পে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক অবস্থান, ট্রাফিক ব্যবস্থাপনা, গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখাসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে দোহার উপজেলার ৪৩ টি পূজাম-পের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা পূজা কমিটির সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।