আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক।

গত রবিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে আনুষ্ঠানিক ভাবে সংসদীয় আসন-৬০, নাটোর-৩ সিংড়া আসনে প্রতিমন্ত্রী পলকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

প্রতিমন্ত্রী পলক এই আসন থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত নৌকার মনোনয়ন পেয়ে বিএনপির মনোনীত প্রার্থী কাজী গোলাম মোর্শেদকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর পর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকার মনোনয়ন পান এবং বিপুল ভোটে বিজয়ী হন। টানা চতুর্থবারের মত নৌকার মনোনয়ন পাওয়ায় প্রতিমন্ত্রী পলকের নির্বাচনী এলাকায় চলছে আনন্দ মিছিল, আলোচনা সভা, মিষ্টি বিতরণ সহ নানা উৎসবের আয়োজন।